দিগন্ত সমাজ কল্যাণ সমিতি Diganta Samaj Kalyan Samity, digantasamajkalyansamity
  • Diganta Samaj Kalyan Samity
  • 0732756234
  • digantasks@yahoo.com

Help us to Achieve our Goal

About Our Charity

ভূমিকা :

সাঁথিয়া থানার অন্তর্গত সাঁথিয়া বাজার গ্রামের কতিপয় সমাজ সেবী মনোভাবাপন্ন সমাজ সচেতন মুক্তিযোদ্ধা ও যুবক যুবতীর উদ্যোগে এবং সর্বস্তরের জনগণের সহযোগীতায় এই প্রতিষ্ঠানটি ১৯৯৬ ইং সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার গরীব দুঃখীদের কল্যাণমুলক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, টেকসই কৃষি উন্নয়ন, মাদক বিরোধী আন্দোলন, নারীর অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষমতায়ন, বনায়ন , কারিগড়ি প্রশিক্ষণ ও বিকল্প কর্ম সংস্থান সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মসূচী সহ বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। চিত্রে বাস্তবায়িত কর্মসূচি/কার্যক্রম ভিত্তিক প্রতিবেদন নি¤েœ তুলে ধরা হলো:

- সংস্থার নাম : দিগন্ত সমাজ কল্যাণ সমিতি (ডিএসকেএস)

- সংস্থার প্রধান কার্যালয় এর ঠিকানা : গ্রাম- সাঁথিয়া বাজার, ডাকঘর- সাঁথিয়া, থানা- সাঁথিয়া, জেলা- পাবনা।

- সংস্থা গঠনের তারিখ : ০১-০১-১৯৯৬ খ্রি.।

- সংস্থার কর্ম এলাকা : সমগ্র পাবনা জেলাব্যাপী ভবিষ্যতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্ম এলাকা সম্প্রসারণ করা হবে। - সংস্থার ধরণ : ইহা একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক বে-সরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা।

ভিশন:

দেশপ্রেম, ন্যায়পরায়নতা, সাম্য, শান্তি, সমৃদ্ধি, মানব-মর্যদা ও সহযোগিতা মূলক গণতান্ত্রিক ভাব ও আচার-আচারনের ইতি বাচক পরিবর্তনের মাধ্যমে সকল প্রকার শোষন মুক্ত ও অর্থনৈতিক ভাবে স্থায়িত্বশীল একটি সমাজ।

মিশন:

মানবাধিকার ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অজ্ঞতা অন্যায্যতা, বৈষম্য, শোষণ, নিয়ক্ষতা, স্বাস্থ্যহীনতা ও ক্ষমতাহীনতা দূরীকরনের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র মুক্ত স্থায়ীত্বশীল উন্নয়ন নিশ্চিত করা।

লক্ষ্য :

দরিদ্র ও অবহেলিত নারী পুরুষের সম্পদে অভিগম্যতা সৃষ্টির মাধ্যমে তাদের জীবন যাত্রার মান উন্নয়ন।




উদ্দেশ্য :

- অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ তৈরি।
- মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রকল্প গ্রহণ।
- বিশুদ্ধ পানি ও পয়ঃপ্রণালীর উন্নয়নসহ বিশদ্ধ পানি পরিবারের সকল কাজে ব্যবহার নিশ্চিতকরন।
- মহিলাদের সামাজিক উন্নয়ন ও নারী অধিকার বিষয়ক কর্মসূচীসহ তাদের উন্নয়নমূলক বিভিন্ন কার্য্যক্রম গ্রহণ।
- শিশু মৃত্যুর হার কমানোসহ শিশুদের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ।
- টেকসই কৃষি উন্নয়নে জন সচেতনতা তৈরি ও কার্যক্রম গ্রহন।
- মাদক ও মিশু শ্রম হ্রাসে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি ।
- দুঃস্থ অসহায়দের আইনগত সহযোগীতা প্রদান।
- জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনার কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন।
- কারিগড়ি প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্ম সংস্থান সৃষ্টি।

কার্য নির্বাহী কমিটির ছবি সহ তালিকা:

মোঃ ফারুক আকবর
সভাপতি
Father
মোঃ নুরুল আকবার ঠনঠনিয়া, বগুড়া

© All Rights Reserved | Diganta Samaj Kalyan Samity
Developed By jingokit.com